Muntakhab Hadith
-
-
- SIFAT
-
Ilm and Dhikr
- SECTION
-
Virtues of Remembering Allah
- Type
-
Hadith
- SERIAL NUMBER
-
142
- الحديث فى العربى
-
- হাদিস বাংলা
-
হযরত মুআয (রাযিঃ) বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞাসা করিল, কোন জেহাদের সওয়াব সবচেয়ে বেশী? এরশাদ করিলেন, যে জেহাদে আল্লাহ তায়ালার যিকির সবচেয়ে বেশী করা হয় । জিজ্ঞাসা করিল, রোযাদারদের মধ্যে সবচেয়ে বেশী সওয়াব কে পাইবে? এরশাদ করিলেন, যে আল্লাহ তায়ালার যিকির সবচেয়ে বেশী করিবে । এমনিভাবে নামায, যাকাত, হজ্জ এবং সদকা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিলেন যে, সেই নামায, যাকাত হজ্জ এবং সদকা সবচেয়ে উত্তম হইবে যাহাতে আল্লাহ তায়ালার যিকির বেশী হইবে । হযরত আবু বকর (রাযিঃ) হযরত ওমর (রাযিঃ) কে বলিলেন, হে আবু হাফস, যিকিরকারীগণ সমস্ত ভালাই ও কল্যাণ লইয়া গেল । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিলেন, একেবারে ঠিক কথা বলিয়াছ । (মুসনাদে আহমাদ)
ফায়দাঃ আবু হাফস হযরত ওমর (রাযিঃ) এর কুনিয়াত বা উপনাম ।
- HADITH ENGLISH
-
Mu'adh Radiyallahu 'anhu narrates that a man asked Rasullullah Sallallahu 'alaihi wasallam: Which Jihad has the highest reward? He replied: (Jihad) In which the remembrance of Allah Tabaraka wa Ta'ala is done excessively. The man asked: Among those fasting, who has the highest reward? He replied: The one who remembers Allah Tabaraka wa Ta'ala excessively. Then similarly, Satat, Zakat, Hajj and Sadaqah all were mentioned, and for each of them, Rasullullah Sallallahu 'alaihi wasallam kept on saying that the highest reward will be for the one who remembers Allah Tabaraka wa Ta'ala excessively (in all these deeds). Abu Bakr Radiyallahu 'anhu said to 'Umar Radiyallahu 'anhu: O Abu Hafsah! Those who remember Allah have taken away all the virtues. Rasullullah Sallallahu 'alaihi wasallam said: You are absolutely right! (Musnad Ahmad)
-
-
-
-
-